নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় নাঈম শেখ (২২) নামের এক যুবককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নড়াগাতী থানায় নাঈম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত নাঈম শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. মামুন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম শেখ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে, ওই সুযোগে নাঈম শেখ অগোচরে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। পরে রাত প্রায় ২টার দিকে সুযোগ বুঝে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সকাল প্রায় ১০টার দিকে নড়াগাতী থানা পুলিশ ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে খুলনার মুজগুন্নী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।
উপজেলার নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলার তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
কৃপা বিশ্বাস/এনএ

