Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও দরিদ্র পরিবারে নলকূপ বিতরণ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৮

তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও দরিদ্র পরিবারে নলকূপ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং দরিদ্র পরিবারে নলকূপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঐতিহ্যবাহী ফকিরপাড়া মাঠে এসব সামগ্রী বিতরণ করেন তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন শালবাহান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নলকূপপ্রাপ্ত উপকারভোগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে ২০৪ শিক্ষার্থীর জন্য স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

পাশাপাশি ৩ লাখ টাকার বরাদ্দ থেকে ২৭টি দরিদ্র পরিবারে নলকূপ স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর