Logo

সারাদেশ

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহিদুল আলম তালুকদার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহিদুল আলম তালুকদার

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল আলম তালুকদার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য শহিদুল আলম তালুকদারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিন ধরেই এই আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব দেওয়া হয়। নতুন প্রার্থী হিসেবে তিনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে তার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমাচ্ছেন।


মনোনয়নপ্রাপ্ত শহিদুল আলম তালুকদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। পাশাপাশি বাউফলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করছি।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর