ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে সিআইপি আবুল বাসার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল বাসার খাঁন তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রম চালান। এ সময় তিনি সাধারণ জনগণের কাছে তার নির্বাচনী বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
আবুল বাসার খাঁন দেশের শিল্প ও রপ্তানি বাণিজ্যে সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি রাজ্জাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারী। বর্তমানে তার প্রতিষ্ঠানসমূহে আট হাজারেরও অধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। দেশের অর্থনীতিতে এবং রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সিআইপি সম্মাননা অর্জন করেছেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে আবুল বাসার খাঁন তার ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। তিনি বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং একটি আধুনিক জনপদ গঠনে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।’
- মিয়া রাকিবুল/এমআই

