বাগেরহাটে গভীর রাতে ফার্নিচার দোকান আগুনে ভস্মিভূত, ক্ষতি ৭ লাখ টাকা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটে গভীর রাতে অগ্নিকান্ডে একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।
বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাট শহরের এলজিইডি মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী মো. রানা জানান, ‘দোকানের বিপরীতে আমার বাড়ি। ভোররাতে হঠাৎ চিৎকার চেচামেচিতে আমার ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি দোকান জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছুই করতে পারিনি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
দোকানের মালিক আব্দুল কাইয়ুম বলেন, ‘দোকানে নয়টি মেশিন ছিল, চারকুলার মেশিন, ড্রিল মেশিন, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে দুটি খাট ও পাঁচটি দরজা এই সপ্তাহেই ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু আগুন সব শেষ করে দিয়েছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার পরিবার পাঁচ সদস্যের এই দোকান দিয়েই সংসার চালাত। এখন আমরা সম্পূর্ণ পথে বসেছি।’
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ জানান, ‘ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। একটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
শেখ আবু তালেব/এআরএস

