বান্দরবানে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের কেরানিহাট সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বাইতুল ইজ্জত সীমান্তিক রেস্টুরেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তৌহিদ (৩৫) ও নাজমুল (২৮), যারা বান্দরবানের আর্মি পাড়ার বাসিন্দা। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান থেকে ছেড়ে আসা পূবালী বাস কেরানিহাট সড়কের ওই এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের কারণে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে। এসময় একজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, ‘বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা বান্দরবানের বাসিন্দা। দুর্ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস

