Logo

সারাদেশ

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন খন্দকার নাসির

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন খন্দকার নাসির। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন। সেই তালিকায় ফরিদপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে খন্দকার নাসিরুল ইসলামের নামও রয়েছে।

মির্জা ফখরুল জানান, ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খন্দকার নাসিরুল ইসলাম। এর আগে ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। তখন ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করা হলেও ফরিদপুর-১ আসনের প্রার্থী আলাদাভাবে জানানো হবে বলে জানানো হয়েছিল। এবার সেই আসনের চূড়ান্ত প্রার্থীও ঘোষিত হলো।

মিয়া রাকিবুল/এআরএস








মিয়া রাকিবুল 
আলফাডাঙ্গা, ফরিদপুর 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর