Logo

সারাদেশ

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমান, তৃণমূলে উচ্ছ্বাস

Icon

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমান, তৃণমূলে উচ্ছ্বাস

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমান। ছবি : সংগৃহীত

গাজীপুর-১ (কালিয়াকৈর ও কোনাবাড়ি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

মনোনয়ন ঘোষণার খবরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও পৌর এলাকায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। স্বতঃস্ফূর্ত সমর্থকদের সমাবেশে দেখা যায় শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে মজিবুর রহমানের ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। তার প্রার্থিতা দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন তারা।

মনোনয়ন ঘোষণার পর প্রার্থী মজিবুর রহমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। তিনি সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে গেছেন।

দলীয় সূত্রে জানা যায়, সেখান থেকেই তিনি নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করছেন।

তৃণমূল নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এই মনোনয়ন গাজীপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর