Logo

সারাদেশ

যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮

যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় যশোর-৫ আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

মির্জা ফখরুল বলেন, যশোর-৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শহীদ ইকবাল হোসেন। এর আগে ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। তখন যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হলেও যশোর-৫ (মণিরামপুর) আসনের নাম পরে জানানো হবে বলে জানানো হয়েছিল। এবার সেই আসনের চূড়ান্ত প্রার্থীও ঘোষণা হলো।

মনোনয়ন ঘোষণার পরেই মণিরামপুরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তারা দলীয় কার্যালয়ে আনন্দ প্রকাশ করলেও অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নিজ ফেসবুক পোস্টে নেতাকর্মীদের আনুষ্ঠানিক উল্লাস, মিছিল, আতশবাজি কিংবা মিষ্টি বিতরণ না করার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন, মনোনয়নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অব্যাহত রাখা।

জাহাঙ্গীর আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর