লাকসাম-মনোহরগঞ্জে সেলিম মাহমুদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্ল
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার লাকসাম–মনোহরগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি কুমিল্লা-৯ আসনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
বেলা ৯টায় লাকসাম স্টেডিয়ামে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে এটি লাকসাম রেলওয়ে জংশন বাজার প্রদক্ষিণ করে লাকসাম বাজার হয়ে নাথেরপেটুয়া ও মনোহরগঞ্জে দুটি পথসভায় অংশগ্রহণ করে। দিনব্যাপী কর্মসূচিটি লাকসাম মডেল মসজিদে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামি আন্দোলন জনগণের পাশে আছে। আমরা ভোটারদের কাছে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা সর্বদা কাজ করবো। নির্বাচিত হলে লাকসামকে জেলা বাস্তবায়ন, নাথেরপেটুয়াকে থানা এবং মনোহরগঞ্জকে পৌরসভা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’
আয়োজনে আরও উপস্থিত ছিলেন—ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা-১০ আসনের প্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফি, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ও লাকসাম পৌরসভা মেয়র প্রার্থী মাওলানা মো. মোরশেদুল আলম, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নেছার উদ্দিন সুমন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক রশিদ আহমেদ রায়হান, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি সালাহুদ্দিন শিহাব এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ফারুকী।
শোভাযাত্রার মোটরসাইকেলের জোয়ারে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। লাকসাম–মনোহরগঞ্জের বিভিন্ন এলাকার শত শত নেতাকর্মী ও সমর্থক এতে অংশগ্রহণ করেন।
এআরএস

