Logo

সারাদেশ

দিঘলিয়ায় এসকে ইন্টারন্যাশনাল একাডেমির যাত্রা শুরু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪

দিঘলিয়ায় এসকে ইন্টারন্যাশনাল একাডেমির যাত্রা শুরু

খুলনার দিঘলিয়ায় সম্প্রতি এসকে ইন্টারন্যাশনাল একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একাডেমিটি শিক্ষার্থীদের আধুনিক বৈশ্বিক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য বিভিন্ন শিক্ষামূলক এবং ক্যারিয়ারভিত্তিক সেবা প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি এস কে আকিব রহমান কারান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।

এ একাডেমি শিক্ষার্থীদের জন্য আইটি কোর্স এবং আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রোগ্রাম প্রদান করছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার বেসিক, আইইএলটিএস মানের উন্নত ইংরেজি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বেসিক এবং বিশ্বব্যাপী স্বীকৃত সার্টিফিকেশন ট্র্যাক। এছাড়াও একাডেমি দেশি-বিদেশি একাডেমিক ভর্তি সহায়তা প্রদান করছে, যেখানে শিক্ষার্থীদের ফর্ম পূরণ ও ক্যারিয়ার পথনির্দেশনা দেওয়া হবে।

এখানে চাকরি ও ভিসা পরামর্শও শিক্ষার্থীদের জন্য প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার কাউন্সেলিং, বিদেশে চাকরির পরামর্শ, ভিসা ডকুমেন্টেশন সহায়তা এবং ইন্টারভিউ ও আবেদনের প্রস্তুতি। একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, আসনের সীমিততার কারণে ১ জানুয়ারি একটি স্ক্রিনিং ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচের নিয়মিত ক্লাস শুরু হবে ২ ফেব্রুয়ারি।

একাডেমির নেতৃত্বে রয়েছেন চেয়ারপারসন সহযোগী অধ্যাপক মেজর ড. এসকে হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা ও সভাপতি এস কে আকিব রহমান কারান এবং লিড ডেলিগেট ও প্রেস সেক্রেটারি সিফাত আল মাহফুজ ইফতি।

এমএইচএস
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর