সালথায় ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের সালথায় উৎপল সরকার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা একদল ডাকাত। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে কালীতলা ব্রিজ এলাকায় উৎপলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে চোখ বেঁধে রাখা অবস্থায় আরেক যুবককে (অটোভ্যানচালক) দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ভোররাতে প্রতিবেশী ফিরোজ মোল্যার অটোভ্যানে গোপালগঞ্জের মুকসুদপুরের মাছের আড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন উৎপল। সকালে তারা খবর পান কালীতলা ব্রিজ এলাকায় তার লাশ পাওয়া গেছে।
অটোভ্যানচালক ফিরোজ মোল্যা বলেন, কালীতলা ব্রিজে পৌঁছানোর পর ৩-৪ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে আমাকে চোখ বেঁধে রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এরপর উৎপলের সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা লুট করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ডাকাতরা। বিষয়টি এত দ্রুত ঘটে যে উৎপলকে বাঁচানোর কোনো সুযোগই ছিল না।
সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতিকালে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মো. পারভেজ মিয়া/এমবি

