খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন লুৎফুজ্জামান বাবর
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
নেত্রকোণার মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
নেত্রকোণার মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমা নামাজের আগে মদন বুড়াপীর মাজার মাদ্রাসায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজন এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
দোয়া মাহফিলে লুৎফুজ্জামান বাবরের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু প্রমুখ।
মাহফিলে লুৎফুজ্জামান বাবর বলেন, আপনারা আমার জন্য রোজা রেখেছেন, সিন্নি মানত করেছেন। হয়তো এ কারণে আমি আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। এছাড়াও আমার নেতা তারেক রহমানের জন্যও দোয়া চাই।
নিজাম তালুকদার/এমবি

