Logo

সারাদেশ

মাদারীপুর-১

মনোনয়ন বাতিলের প্রতিবাদে শিবচরে বিএনপি নেতার মশাল মিছিল

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩

মনোনয়ন বাতিলের প্রতিবাদে শিবচরে বিএনপি নেতার মশাল মিছিল

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতিরবাগান মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সমর্থকদের নিয়ে সেখান থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কামাল জামান মোল্লা বলেন, ‘দলের জন্য শুরু থেকেই মাঠে কাজ করেছি। আমাকে দল মনোনয়ন দিয়েছিল; কিন্তু একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে সে সিদ্ধান্ত স্থগিত হয়। তারপরও দলের নির্দেশে মাঠে ছিলাম। কিন্তু গতকাল এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি কখনও মিছিল-মিটিংয়ে অংশ নেননি।’

তিনি দলের হাই কমান্ডের কাছে তার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান।

মো. খলিল মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর