Logo

সারাদেশ

বরিশালে ভূমিকম্প ঝুঁকিতে শত শত ভবন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬

বরিশালে ভূমিকম্প ঝুঁকিতে শত শত ভবন

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল শহরে শত শত ভবন ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। নগর উন্নয়ন বিশেষজ্ঞ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, শক্তিশালী ভূমিকম্প হলে বরিশাল ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, বরিশাল সিটি করপোরেশন এলাকায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) না মেনে বিপুল সংখ্যক ভবন নির্মাণ করা হয়েছে।

নগরীর অধিকাংশ ভবন নরম পলিমাটির ওপর দাঁড়িয়ে থাকায় সামান্য কম্পনেও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিটি ওয়ার্ডে বহুতল ভবন নির্মাণে অনিয়ম যেন ‘স্বাভাবিক নিয়মে’ পরিণত হয়েছে। মাটি পরীক্ষাহীন নির্মাণ, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা যোগ, নিম্নমানের রড–সিমেন্ট ব্যবহারসহ নানা অনিয়ম তদন্তে উঠে এসেছে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বরিশাল মধ্যম ঝুঁকির জোনে হলেও ঘনবসতি, নরম মাটি ও দুর্বল কাঠামো—সব মিলিয়ে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বড় কম্পনে প্রাণহানিসহ ব্যাপক ক্ষতি হতে পারে।

বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হলেও মালিকদের অনাগ্রহ, আইনি জটিলতা এবং রাজনৈতিক চাপের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সাম্প্রতিক মধ্যম মাত্রার ভূমিকম্পে নগরের বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। নগর ভবনসহ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনা ঝুঁকিতে রয়েছে।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘নগর ভবনটি পৌরসভা আমলে নির্মিত। মূল নকশায় দুইতলা থাকার কথা থাকলেও পরে তিনতলা করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পে ছাদের পলেস্তারা খসে পড়েছে, দেওয়ালে ফাটল উঠেছে। এখানে থাকা মানুষের নিরাপত্তা এখন উদ্বেগজনক।’

বরিশাল অধিকারের আঞ্চলিক প্রধান আজিজ সাহিন বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। না হলে ভূমিকম্পে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়বে।’

সিটি করপোরেশন সূত্র জানায়, শহরে মোট হোল্ডিং ৫৭ হাজার। এর মধ্যে ১৭ হাজার টিনশেড বাড়ি, বাকি ৪০ হাজার বহুতল ভবন। এর মধ্যে প্রায় দুই শতাধিক ভবন বর্তমানে ঝুঁকিপূর্ণ।

নগরবাসী ও বিশেষজ্ঞরা দ্রুত কঠোর ভবন অনুমোদন মানদণ্ড কার্যকর করা এবং ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো যায়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর