১০ ভোট পেলেও আমরা একাই নির্বাচন করব : হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরা যদি ১০ ভোটও পাই, তবুও আমরা একাই দাঁড়িয়ে থাকব। ১০টা ভোট পেলেও আমরা একা নির্বাচন করব। আমরা প্রয়োজনে হারব, কিন্তু যারা ১০টা জেনুইন ভোট দিতে চায়, তাদের সম্মান নষ্ট করব না।’
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দেবিদ্বারে রাজামেহার বদল বাড়ি এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৭টা থেকে রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি আরও বলেন, ‘অনেকে কানে কানে জিজ্ঞেস করেন আমরা জোট করব কি না। আসল কথা হলো, তারা জোটের আশায় বসে আছেন। তার মানে কী? তারা পার্টিকে পছন্দ করেন, কিন্তু ব্যক্তিকে পছন্দ করেন না। যদি জোট হয়, চলে আসবেন।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবিদ্বারের প্রতিটি ঘরে ঘরে যারা তরুণ প্রজন্ম আছেন— যাদের বিবেক বন্ধক রাখা নাই, যারা বিবেক ভাড়া দেননি, আর নারীরা— তারা ইতিমধ্যেই শাপলা কলিতে চলে এসেছেন, আমরা জানি।’
দেবিদ্বার নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নারীদের জন্য বিশেষ কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করব। বিদেশগামীদের ভাষা শিক্ষার ব্যবস্থা করব। বিভিন্ন কাজের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করব। মসজিদের ইমাম ও আলেম-উলামার প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ঋণের ব্যবস্থা করব, যাতে তারা সুন্দর জীবন যাপন করতে পারেন।’
কাজী নাছিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন— যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রশক্তির মেহেদী হাসান, তানজিম হাসান মেহেদী প্রমুখ।
এআরএস

