Logo

সারাদেশ

জনগণ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না : ধর্ম উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪

জনগণ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না : ধর্ম উপদেষ্টা

এদেশের জনগণ আলেমদেরকে মহব্বত করে, কিন্তু তাদেরকে ভোট দেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের আজিম উদ্দিন স্কুল মাঠে দুই দিনব্যাপী এক সিরাতুন্নবী মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদের মহব্বত করে, তাদের কথা মেনে চলে কিন্তু ভোট দেন না। ভোটে দাঁড়ালে আলেম প্রার্থী পান আড়াই হাজার আর যিনি নির্বাচিত হয়েছেন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সাথে পাবলিকের জনসম্পৃক্ততা নেই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এ সমাজ পরিবর্তন করা যাবে না।

তিনি আরও বলেন, আমি মনে করি রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ম উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর