Logo

সারাদেশ

কুমিল্লা নগরীর ফুটপাতে শীতের পোশাক কেনায় ক্রেতাদের ভিড়

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯

কুমিল্লা নগরীর ফুটপাতে শীতের পোশাক কেনায় ক্রেতাদের ভিড়

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীর বিভিন্ন ফুটপাতে শীতের পোশাক কেনাকাটায় জমে উঠেছে ক্রেতাদের ভিড়। শুক্রবার (৫ ডিসেম্বর) ছুটির দিন হওয়ায় সকাল থেকেই কান্দিরপাড়, বাদুরতলা, রাজগঞ্জ, চকবাজার ও টমছম ব্রিজ এলাকায় ফুটপাতজুড়ে শীতের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়।

হালকা শীত পড়তে শুরু করায় বাজারে এসেছে শিশুদের সোয়েটার, মহিলাদের শাল, কার্ডিগান, ছেলেদের জ্যাকেট, টুপি, মাফলারসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র। তুলনামূলক কম দামে নতুন পোশাক কেনার সুযোগ থাকায় ক্রেতাদের আগ্রহও বেড়েছে।

কান্দিরপাড় এলাকার ফুটপাতের দোকানি রাশেদ মিয়া বলেন, শীত পুরোপুরি নেমে না এলেও শুক্রবার বিক্রি ভালো হয়েছে। বিশেষ করে পরিবার নিয়ে আসা ক্রেতা বেশি। দামও যতটা সম্ভব কম রাখা হচ্ছে।

ক্রেতা মরিয়ম আক্তার বলেন, মার্কেটে গেলে দাম তুলনামূলক বেশি। ফুটপাতে ভালো জ্যাকেট–সোয়েটার কম দামে পাওয়া যায়। তাই বাচ্চাদের জন্য কয়েকটা পোশাক কিনে নিলাম।

আরেক ক্রেতা মোবারক হোসেন বলেন, শীতের শুরুতে সাধারণত দাম একটু চড়া থাকে। তবে ফুটপাতে বাজেট অনুযায়ী কেনাকাটা করা যায়। শুক্রবার কাজে বিরতি পেয়ে পরিবারের জন্য কিছু শীতের পোশাক নিতে এসেছি।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, শীত বাড়লে আগামী সপ্তাহগুলোতে বিক্রি আরও বাড়বে। বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফুটপাতে শীতবস্ত্রের কেনাবেচা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।

সামগ্রিকভাবে শুক্রবারের ছুটির দিনে কুমিল্লা নগরীর ফুটপাতজুড়ে শীতের পোশাক কেনাকাটা নিয়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ক্রেতাদের ভিড়ে খুশি দোকানিরাও।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর