মানিকগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) আসরের নামাজ শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এ দোয়া মাহফিল হয়। নামাজ শেষে মুনাজাতে অংশ নেন হাজারো মুসল্লি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতা এবং সাধারণ মানুষ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ–৩ (সদর–সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আফরোজা খানম রিতা এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ–১ (ঘিওর–দৌলতপুর–শিবালয়) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এ জিন্নাহ কবিরসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সারাদেশের মানুষের কাছে তাঁর জন্য দোয়া কামনা করি। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করবেন।’
জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন মুনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
এর আগে হাজারো মুসল্লি ও বিএনপি নেতাকর্মী একযোগে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আসরের নামাজ আদায় করেন। পরে দোয়া মাহফিলকে কেন্দ্র করে পুরো মাঠে শান্ত ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

