নারী শ্রমিকের ওপর সাইবার সহিংসতা রোধ ও শ্রমবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতের দাবি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩
বাংলাদেশের খবর
সাভারের হেমায়েতপুর পদ্মার মোড়ে সাইবার সহিংসতা রোধ ও নারী শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ‘কর্মজীবী নারী’।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে গার্মেন্টস, ট্যানারি ও বিভিন্ন কারখানায় কাজ করা শতাধিক নারী শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে কর্মজীবী নারী-এর প্রকল্প সমন্বয়ক হাছিনা আক্তার নায়নু সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক রাজিব আহাম্মেদ।
বক্তারা বলেন, ‘কর্মক্ষেত্রে নারী শ্রমিকেরা নিয়মিত হয়রানি, সহিংসতা এবং বিশেষ করে সাইবার নির্যাতনের শিকার হচ্ছেন। এসব বন্ধে মালিকপক্ষ ও রাষ্ট্রের কার্যকর উদ্যোগ জরুরি। শুধু আইন থাকলেই হবে না-তার সঠিক প্রয়োগ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’
বক্তব্য দেন পোশাক শিল্প শ্রমিক জোটের সাধারণ সম্পাদক শেখ শাহনাজ, কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা আল-জাহিদ, NCCWE নারী কমিটির চেয়ারম্যান রাবেয়া আক্তার এবং জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের দারুস সালাম থানার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।
বক্তারা বলেন, ‘শিল্প খাতে পরিবর্তন অবশ্যম্ভাবী হলেও ন্যায্য রূপান্তর (Just Transition) ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। উৎপাদনশীলতার সঙ্গে শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার সমানভাবে বিবেচনা করা জরুরি। তাঁরা আরও বলেন, সাইবার হয়রানির শিকার হলে অনেক নারী ভয় বা সামাজিক চাপের কারণে অভিযোগ করেন না। ফলে অপরাধীরা পার পেয়ে যায়। তাই অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি কারখানাগুলোতে প্রতিকার ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।’
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের প্রতি তাদের দাবি-দাওয়া গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। তাদের আশা, সচেতনতা বৃদ্ধি ও কর্মপরিবেশের উন্নয়ন হলে নারী শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়বে এবং শিল্প খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
আরিফুল ইসলাম সাব্বির/এনএ

