কুমিল্লায় ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার যাত্রা শুরু
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫
ছবি : বাংলাদেশের খবর
ইসলামি আদর্শ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ে কুমিল্লায় প্রথমবারের মতো গড়ে উঠেছে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি মুফতি এহতেশামুল হক, সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হুসাইন ও প্রিন্সিপাল মাওলানা মনির হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, সন্তানদের মোবাইল ব্যবহারে সংযম আনতে হবে। অনলাইনে শিক্ষা প্রয়োজনীয় হলেও, অনৈতিক কাজে জড়ানোর ঝুঁকি থেকে তাদের রক্ষা করা অভিভাবকদের দায়িত্ব।
বিশেষ অতিথি মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, শিক্ষাকে অর্থ দিয়ে মূল্যায়ন করা ঠিক নয়। আল্লাহ তায়ালাই রিজিকের ব্যবস্থা করেন। এছাড়া শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়।
অন্যান্য বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধ ও বিজ্ঞান-প্রযুক্তি সমন্বিত শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গঠনের লক্ষ্য এই প্রতিষ্ঠান। অভিভাবকরা জানিয়েছেন, দীর্ঘদিনের চাহিদার পর নতুন এই প্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
প্রতিষ্ঠানটি প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে। আধুনিক সফটওয়্যারের মাধ্যমে ক্লাস, উপস্থিতি, অভিভাবক যোগাযোগ ও ফলাফল ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভরভাবে পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছোট শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করে অনুষ্ঠানের পরিবেশ প্রাণবন্ত করেন। শেষে হাফেজ মাওলানা আতাহার আলীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এআরএস

