Logo

সারাদেশ

মুহাম্মদ ফাওজুল কবির খান

সাবেক রাষ্ট্রপতির এলাকায় ১০ হাজার কোটি টাকার সড়কে টেম্পু ছাড়া কিছু চলে না

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

সাবেক রাষ্ট্রপতির এলাকায় ১০ হাজার কোটি টাকার সড়কে টেম্পু ছাড়া কিছু চলে না

ছবি : বাংলাদেশের খবর

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে যে সড়ক নির্মাণ করেছেন, সেখানে কয়েকটি টেম্পু ছাড়া অন্য যানবাহন চলাচল করতে পারছে না। তিনি বলেন, ‘এই ধরনের অপচয় ও অনাচার বন্ধ করা আমাদের দায়িত্ব।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজিত পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ সড়ক নামকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান আরও বলেন, ‘বীর প্রতীক ন্যাভাল সিরাজকে ভিন্ন মতের জন্য হত্যা করা হয়েছিল। আমরা এই ভিন্ন মতকেই প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ বহু মত ও ধর্মের দেশ। কেউ ভিন্ন মতের জন্য হত্যা বা নির্যাতনের শিকার হবেন না। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, যার যেই দল বা মত হোক, বিজয়ী হলে আমরা তার পাশে থাকব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, যিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বানোয়াট গল্প প্রচার করা হচ্ছে। ৩০ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বীরাঙ্গনার তথ্য কোথায়? রাষ্ট্রের ক্ষমতায় বসে জনগণের সঙ্গে প্রহসন করা অত্যন্ত জঘন্য।’

আলোচনা সভা শেষে ফাওজুল কবির খান এবং অন্যান্য অতিথিরা পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ সড়ক নামকরণের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সুমন রায়/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর