বান্দরবানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান শহরের বিভিন্ন করাত কল থেকে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বালাঘাটা, উজানি পাড়া ও নিউ গুলশান এলাকায় বেশ কয়েক কাঠের ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মজুম করে রাখা ১০ হাজার সিএফটি কাঠ জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাচালানচক্র বিভিন্ন এলাকায় থেকে কাঠ পাচার করে এনে জেলা শহরের কাঠের ডিপো গুলোতে মজুদ করে রাখছে। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক নাফিউ সিদ্দিকী রোমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জেলা শহরের বালাঘাটা, উজানী পাড়া ও নিউগুলশান এলাকার বেশ কয়েকটি ডিপো ও স’মিলে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা ১০ হাজার সিএফটি কাঠ জব্দ করে সেনাবাহিনী।
এ বিষয়ে বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক নাফিউ সিদ্দিকী রোমান বলেন, ‘পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কাঠ চোরাচালান ও বন ধ্বংসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
সোহেল কান্তি নাথ/এমএইচএস

