Logo

সারাদেশ

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২২

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল-ফরিদপুর মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল-ফরিদপুর মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫) ও রিমন মন্ডল (২০) এবং একই এলাকার শাহিন আলমের ছেলে আশিক মোল্লা (২২)।

পুলিশ জানিয়েছে, তারা পরিবারের এক আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে মোটরসাইকেলযোগে (ঝিনাইদহ-ল-১১-৯২৫৭) ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। মাধবপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঠিক তখনই একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এতে গুরুতর আহত আশিককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পাই। একজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর অজ্ঞাত গাড়ির চাপায় তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইমরান মুন্সী/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর