পাহাড়ী জেলা বান্দরবানে শীতের শুরুতে দেখা দিয়েছে নিউমোনিয়ার প্রকোপ। গত এক মাসে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শতশত শিশু। শয্যা সংকটে অনেক রোগী হাসপাতালের কোরিডোর বা মেঝেতে চিকিৎসা নিচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাহাড়ে হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই ঠান্ডাজনিত রোগে কেউ না কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে।
আবাসিক মেডিকেল অফিসার, বান্দরবান সদর হাসপাতাল
হাসপাতালে ভর্তি শিশুরা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাড়িতে আবারও ঠান্ডার কারণে সর্দি ও শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা দিচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত এক মাসে ২৫২ জন রোগী নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঋতু পরিবর্তন এবং পাহাড়ে শীতের তীব্রতায় এই রোগের প্রকোপ বাড়ছে।
বান্দরবানের শিশু ও বৃদ্ধদের নিউমোনিয়া প্রতিরোধে বাড়িতে অতিরিক্ত যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এসডি/এমএন

