Logo

সারাদেশ

খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে: বাবুল

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫

খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে: বাবুল

বাংলাদেশের খবর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক ও জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ‘বিগত ১৭ বছর খালেদা জিয়াকে মিথ্যা-বানোয়াট মামলায় কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখের ঠেলে দেওয়া হয়েছে।’

তিনি অনেক অমানবিক অত্যাচার-নির্যাতন ও জুলুম সহ্য করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। যদি অন্যায়ভাবে কারাগারে পাঠানো না হতো, চিকিৎসা থেকে বঞ্চিত না করা হতো, যদি সময় মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে আজকে বেগম খালেদা জিয়ার এমন করুণ দশা আমাদের দেখতে হতো না।

শনিবার (০৬ ডিসেম্বর) মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এ দোয়া মাহফিল ও মহিলা সমাবেশের আয়োজন করা হয়। দুপুর আড়াইটার দিকে  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক, তার সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো দেশের মানুষের প্রত্যাশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে সবার প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান ‘

উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণী তুহিনা আক্তার শিউলি, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিবুল ইসলাম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন্নাহার বেগম, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বকুল প্রমুখ। 

দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মহিলা দলের পাঁচ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মোতালেব সেলিম।

মোছা. মাহমুদা

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর