Logo

সারাদেশ

শ্রীপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮

শ্রীপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার মাওনা বাজার রোডে অবস্থিত নিউ আল-রাজি হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অবজ্ঞায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের বাবা নাজমুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজমুল ইসলামের স্ত্রী শারমিন (২৪) ১০ মাসের গর্ভবতী অবস্থায় গত ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে প্রসব ব্যথা শুরু হলে তাকে নিউ আল-রাজি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্টাফরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সবকিছু স্বাভাবিক জানিয়ে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়।

নাজমুল ইসলামের দাবি, ‘এটি তাদের প্রথম সন্তান হওয়ায় আগেই সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু তাদের অনুমতি না নিয়েই স্টাফরা রোগীকে নরমাল ডেলিভারির জন্য নিয়ে যায়। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবারের সদস্যদের ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়।’

দুপুর ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে জানায়, কন্যাসন্তানের জন্ম হলেও নবজাতক মৃত। পরিবার অপারেশন থিয়েটারে গিয়ে দেখতে পান, সিজার না করে নরমাল ডেলিভারি করানো হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করলে চিকিৎসক ও স্টাফরা সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, হাসপাতালের অবহেলা, চিকিৎসাগত গাফিলতি ও পরিকল্পিত ত্রুটির কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং পরিবারের সদস্যরা কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হাসপাতালের স্টাফ সোহাগ বলেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত বলতে পারছি না।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ইমরান হোসেন রিপন বলেন, ‘সিজারিয়ান অপারেশন থিয়েটারে নেওয়ার পর মা ও নবজাতকের অবস্থা আশঙ্কাজনক থাকায় রেফার করা হয়েছিল। পরে তাদের আত্মীয়, যিনি আমাদের স্টাফ, তার অনুরোধে এখানে রাখা হয়। পরিবারের আনা সব অভিযোগ মিথ্যা। উল্টো তারা আমাকে টাকা দাবি করেছে মিউচুয়াল হওয়ার জন্য। আমরা কোনো দোষ করিনি।’ৎ

আতাউর রহমান সোহেল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর