বাবা হত্যার বিচার দাবিতে মানববন্ধনে জন্মান্ধ ছেলে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭
বাংলাদেশের খবর
নড়াইলের বুড়িখালি এলাকায় হান্নান খান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা। বক্তব্য দেন আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান ও আবেরন বেগম।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার ১০ দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উলটো আসামিপক্ষ নিজেরাই ঘরবাড়ি ভেঙে নাটক সাজিয়ে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি তাদের।
মানববন্ধনে রহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগে–সংঘটিত একটি গ্রুপ আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। মামলা হওয়ার পরও একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করেনি। আমি একজন জন্মান্ধ মানুষ— আমি প্রধান উপদেষ্টার কাছে বাবার হত্যার বিচার চাই।’
অংশগ্রহণকারী আলামিন খান বলেন, ‘আয়ুব মোল্যা, মিজান ভূঁইয়াসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে আমার দাদাকে হত্যা করেছে। আমরা ঘটনা তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।’
স্থানীয় তরুণ মিসকাত খান বলেন, ‘হত্যার পরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। আমরা কারও ঘরবাড়ি ভাঙিনি বা হামলা করিনি। এখন আসামিরাই মামলাকে অন্য খাতে নেওয়ার জন্য নিজেরাই ঘর থেকে মালামাল সরিয়ে ভাঙচুরের নাটক করছে।’
এলাকাবাসী হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার উপপরিদর্শক মো. আকরাম হোসেন বলেন, ‘আসামি গ্রেপ্তারের জন্যে চেষ্টা চলছে। একটু সময় লাগছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা আসামি ধরতে পারব। আমরা কিছু আলামত উদ্ধার করেছি। আমাদের মতো আমরা চেষ্টা করছি। চেষ্টার কোনো ত্রুটি নেই। দুই এক দিনের মধ্যে ভালো কোনো রেজাল্ট দিব।’
কৃপা বিশ্বাস/এনএ

