দেশের মানুষ এখন একটি ইসলামী রাষ্ট্র দেখতে চায় : মুফতী মোস্তফা কামাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২১
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল বলেছেন, ‘এদেশের মানুষ এখন একটি ইসলামী রাষ্ট্র দেখতে চাই। এদেশের মানুষ সুখে শান্তিতে, নির্ভয়ে নির্বিঘ্নে বাঁচতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে দেশ সেবার সুযোগ করে দেন, আমি আপনাদের ভোট নামক মূল্যবান আমানত যথাযথভাবে রক্ষা করব, ইনশাআল্লাহ।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মাগুরার শালিখা আড়পাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে নিরাপদ, সমৃদ্ধ ও স্বনির্ভর মাগুরা গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত নির্বাচনী গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেটা আমরা ভুলিনি। যারা আমাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে, এদেশের মেহনতি মানুষের অধিকার খর্ব করেছে, দেশি-বিদেশি টাকা আত্মসাৎ করে বিদেশে গাড়ি-বাড়ি করেছে, এ দেশের আপামর মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। এ দেশের মানুষ এখন একটি ইসলামী রাষ্ট্র দেখতে চায়।’
সমাবেশে বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা উপজেলার শাখার সভাপতি মাওলানা ওসমান গণী সাঈফী সভাপতিত্ব করেন এবং মাওলানা হাসিবুল ইসলাম সঞ্চালনা করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিখা উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফছার আলী, শালিখা শ্রমিক আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন শালিখা উপজেলা শাখার সম্পাদক ইলিয়াস হোসাইন, ইসলামী বক্তা মোশারফ হোসেন কাসেমী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘গত ১৫ বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা শুধু লুটপাটেই ক্ষান্ত হননি; তাদের সময়ে মায়ের সামনে সন্তানকে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব দরবারে তারা দেশকে ‘চেরের দেশ’ হিসেবে পরিচিত করিয়েছেন। এদেশের মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। মানুষ চাই শান্তিপূর্ণ রাষ্ট্র, যেখানে কোনো হত্যাকাণ্ড, চাঁদাবাজি বা লুণ্ঠনকারী থাকবে না।’
তাছিন জামান/এআরএস

