ফেনীতে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯
ছবি : বাংলাদেশের খবর
জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা শাখার উদ্যোগে সোনাগাজীতে কৃষক সমাবেশ, ইসলামি জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সোনাগাজী পৌর শহরের ছাবের মডেল পাইলট হাই স্কুল মাঠে এই কৃষক সমাবেশ ও ইসলামি অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয়তাবাদী কৃষক দল ফেনী জেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি, ফেনী-০৩, সোনাগাজী দাগনভুঞা আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড রবিউল হাসান পলাশ, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আব্দীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, ফেনী জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, সোনাগাজী পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, প্রকৌশলী মোতাহের হোসেন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মনজুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা প্রমুখ।
কৃষক সমাবেশের পর অসুস্থ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর মনোজ্ঞ ইসলামি জলসা আয়োজন করা হয়, যেখানে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ফেনী ও সোনাগাজীর কৃতি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ইসলামি গজল ও কেরাত পরিবেশন করেন।
এমরান পাটোয়ারী/এআরএস

