বগুড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬
বগুড়ায় মাদক মামলার এক আসামিকে ধরতে গেলে এক পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমান নগর ক্যাডেট মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন- বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) বাবর আলী (৩৫)। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এটিএসআই বাবর আলী মাদক মামলার আসামি রিয়াদ ও জিহাদকে গ্রেপ্তারে গেলে আকস্মিকভাবে রিয়াদ ছুরি দিয়ে তার ওপর হামলা চালায় এবং দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পরপরই পুলিশ পরিদর্শক মাহফুজ আলম হাসপাতালে ছুটে যান।
মাহফুজ আলম বলেন, অপারেশন শেষে তাকে বেডে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পুলিশের ওপর হামলা কোনোভাবেই সহনীয় নয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
জুয়েল হাসান/এমবি

