আশুলিয়ায় নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪
বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
এর আগে রবিবার রাতে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুর জেলার নাজিরপুর থানার লঘুনাথপুর এলাকার সমেদ আলীর ছেলে জামাল (৩৮) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বুতরদিয়া কেদারপুর এলাকার সবুজের স্ত্রী ঝুমা আক্তার (২৮)। এদের মধ্যে জামাল বর্তমানে আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকায় ও ঝুমা আক্তার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, ‘রোববার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
ডিবি পুলিশ আরও জানায়, ‘গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার জামালের নামে পূর্বেরও সাভার মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।’
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।’
হাসান ভূঁইয়া/এনএ

