Logo

সারাদেশ

৮ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ হাফেজ সিফাতের

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫২

৮ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ হাফেজ সিফাতের

নিখোঁজের আট দিনেও সন্ধান মেলেনি হাফেজ মো. সিফাত শেখের (১৫)। ছবি : সংগৃহীত

রহস্যজনকভাবে নিখোঁজের আট দিনেও সন্ধান মেলেনি হাফেজ মো. সিফাত শেখের (১৫)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ হাফেজ সিফাত শেখ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের নানা বাড়ি থেকে গত ৩০ নভেম্বর সকালে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

তিনি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মারকাজ মাদ্রাসার ছাত্র। সিফাতের বয়স যখন দুই বছর, তখন তার বাবা উজ্জ্বল শেখ নিরুদ্দেশ হয়ে আর ফেরেননি। পরবর্তীতে সিফাতের মা সিমা বেগমের অন্যত্র বিয়ে হয়।

স্থানীয়রা জানান, বাবা-মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে সিফাত তার নানির কাছে ধুরিয়াইল গ্রামে বড় হয়। পরবর্তীতে নানির তত্ত্বাবধানে সিফাত পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইরকান্দি এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে ৩০ পাড়ার কোরআনের হাফেজ হয়।

মেধাবী সিফাতকে আগৈলঝাড়া উপজেলা সদরের মারকাজ মাদ্রাসায় ভর্তি করা হয়। সিফাত গত কয়েকদিন আগে নানির কাছে বেড়াতে আসে। পরবর্তীতে ৩০ নভেম্বর সকালে নানির বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। সেই থেকে এখনো তার কোনো সন্ধান মেলেনি।

সিফাতের নানি কুলসুম বেগম জানান, ৩০ নভেম্বর মাদ্রাসার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, হাফেজ সিফাতের নিখোঁজের সাধারণ ডায়েরি পেয়েছি। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

এস এম মিজান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর