খাগড়াছড়িতে সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪০
বাংলাদেশের খবর
‘সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি সৃজনে উৎসব বৈচিত্র্যের ঐকতান’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর সাহিত্য উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর পরিচালক ঞোহ্লা মং, সাহিত্যিক-সাংবাদিক ও গবেষক কবি হাফিজ রশিদ খান।
এসময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শুরুতে জেলায় এরকম একটি সুন্দর আয়োজনের জন্য জেলা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘গান, কবিতা আবৃত্তি ও সাহিত্য চর্চা প্রত্যেকের জন্য গুরুত্ব বহন করে। কারণ এসব সংস্কৃতি চর্চায় মানুষের মনে প্রশান্তি জোগায়। অন্যদিকে সাহিত্য চর্চায় ব্যক্তির বাচন ভঙ্গির উন্নতি, শুদ্ধ উচ্চারণ হয়। এতে ব্যক্তি মেধা ও মননের বিকাশ ঘটে।’
সাহিত্য উৎসবে জেলার গুণী শিল্পীরা নিজেদের লেখা গান ও কবিতা আবৃত্তি করেন। শেষে জেলার পাঁচজন গুণী সাহিত্যিককে গিরিধারা সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়া হয়।
ছোটন বিশ্বাস/এনএ

