Logo

সারাদেশ

বেগমগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯

বেগমগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে গণপিটুনিতে ফখরুল ইসলাম মঞ্জু প্রকাশ ‘বলি’ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত যুবকের বিরুদ্ধে থানায় দুটি ওয়ারেন্টসহ ৫-৬টি মামলা রয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওপর গণপিটুনির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছালে বলি ও তার সহযোগীরা তাকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেন।

পরে খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে বলিকে আটক করে গণপিটুনি দিলে তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং নিহত বলির আড্ডাখানায় হামলা চালান।

নিহতের বড় বোন শাহনাজ আক্তার অভিযোগ করেন, সোমবার ভোর ৬টার দিকে বলি তার মেয়ে টুম্পাকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে সকাল সাড়ে ৭টার দিকে মান্দার বাড়ির দরজায় ১৫-২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বলির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ ৫-৬টি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজাদুল ইসলাম দ্বীপ আজাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর