Logo

সারাদেশ

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চলের জন্য ১০৬ একর জমি হস্তান্তর

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চলের জন্য ১০৬ একর জমি হস্তান্তর

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারী জেলা প্রশাসন ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ঢেলাপীড় এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজপত্র বুঝিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মলি আক্তার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম এবং বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। সোমবার এই জমি আনুষ্ঠানিকভাবে বেজার কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই জমিতে সকল কার্যক্রম সম্পন্ন করবে বেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, ‘সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। আশা করি, দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।’

তৈয়ব আলী সরকার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর