Logo

সারাদেশ

আনোয়ারার ভেটেরিনারি হাসপাতালে চুরি, গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও নগদ অর্থ উধাও

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

আনোয়ারার ভেটেরিনারি হাসপাতালে চুরি, গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও নগদ অর্থ উধাও

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার রাতের আঁধারে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উধাও হয়েছে গুরুত্বপূর্ণ অফিস সরঞ্জামসহ নগদ অর্থ।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে প্রথমে চুরির ঘটনা টের পান। তিনি জানালার গ্রিল কাটা অবস্থায় ভেতরে ঢুকে কাগজপত্র ছড়িয়ে থাকা এবং বিভিন্ন মালামাল নিখোঁজ দেখেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়া অফিসের ড্রয়ার ভেঙে নগদ ২৫ হাজার টাকা চুরি করা হয়েছে।

অফিস সহকারী ইয়াছিন বলেন, ‘সকালে এসে দেখি সব ওলটপালট। গ্রিল কাটা, নথিপত্র ছড়িয়ে, আর অনেক সরঞ্জাম নেই।’

ফিল্ড অফিসার সানি দাশ জানান, প্রতিদিন অসংখ্য পশুপালক চিকিৎসা নিতে আসেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নথি চুরি হওয়ায় সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে।

ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরি হওয়া সব সরঞ্জামের তালিকা প্রস্তুত করা হয়েছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এবং কীভাবে এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর