Logo

সারাদেশ

টেকনাফে অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, উদ্ধার ৭

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

টেকনাফে অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, উদ্ধার ৭

ছবি : বাংলাদেশের খবর

টেকনাফের গহীন পাহাড়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড। এ সময় নারী-পুরুষ ও শিশুসহ সাত জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের কেরনতলীতে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর এ কথা জানান।

আটকরা হলেন-টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) ও বড় ডেইল এলাকার হেলাল উদ্দীন (৩০)।

লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন বলেন, ‘সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েক জনকে গহীন পাহাড়ে আটক রাখা হয়েছে খবরে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। পরে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ সাত জনকে উদ্ধার করা হয়।’

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, ‘টেকনাফ সাগরপথে মানবপাচারে জড়িত কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। যারা বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে পাঠানোর প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও জড়ো করত। পাচারকারিরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।’

উদ্ধার হওয়াদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে ও মানব পাচারকারীদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

গত দুই মাসে টেকনাফ উপজেলায় বিভিন্ন সময় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ১৯৮ জনকে উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর