কুমিল্লায় বাস শ্রমিকদের কর্মবিরতি
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬
ছবি : বাংলাদেশের খবর
‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২০২৬) এর অন্তর্ভুক্ত উপকূল প্রা. লি. এর চালক ও সহকারীরা সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। জাঙ্গালিয়ায় তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ড্রাইভার ও স্টাফদের সাসপেন্ড করা হচ্ছে, যা তাদের জীবিকা হুমকির মুখে ফেলেছে। তারা দাবি করেন, কোনো কর্মীকে অকারণ বা একপক্ষীয় অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড করা ঠিক নয়; যথাযথ যাচাই-বাছাই প্রয়োজন।
এ ছাড়া রোডের চেকারদের অভিযোগের ভিত্তিতেও সঠিক তদন্ত ছাড়া ব্যবস্থা নেওয়ায় শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, যেকোনো অভিযোগ ইউনিয়নের দায়িত্বশীলদের উপস্থিতিতে যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত।
শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ দাবি হলো মৃত্যু ফান্ডের টাকা সময়মতো প্রদান করা। তারা অভিযোগ করেন, কেউ কর্মহীন বা দুর্ঘটনায় মারা গেলে নিয়ম অনুযায়ী প্রাপ্য ফান্ডের টাকা প্রদান করা হয় না।
শ্রমিকরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে কুমিল্লার বিভিন্ন সড়কে বাস চলাচল আংশিকভাবে অচল, সাধারণ যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছেন।
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল হোসেন খন্দকার বলেন, ‘আমরা শ্রমিকদের পক্ষে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’
এআরএস

