ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২০
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফরিদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫। এ উপলক্ষে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি বলেন, ‘সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য যে সকল জিনিস প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে, তা সবই দুর্নীতির মধ্যে পড়ে। তাইতো তরুণ প্রজন্মকে এই আন্দোলনের সক্রিয় বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মো. নজরুল ইসলাম, পিপিএম। তিনি দুর্নীতি দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার সব জায়গায় দুর্নীতিবিরোধী মূল্যবোধ জাগ্রত করতে হবে।’
আলোচনা সভার সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ।
এ সময় বক্তারা সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা সম্প্রসারণ এবং কার্যকর তদারকির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অপূর্ব অসীম/এনএ

