Logo

সারাদেশ

তারেক রহমান তফসিল ঘোষণার পরপরই দেশে আসবেন: রাশেদ খাঁন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১৬

তারেক রহমান তফসিল ঘোষণার পরপরই দেশে আসবেন: রাশেদ খাঁন

‎গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‌‍‘তারেক রহমান তফসিল ঘোষণার পরপরই দেশে আসবেন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ করবেন। একই সাথে তিনি আরও বলেন, শহিদ জিয়ার মতই তিনি যোগ্য ব্যক্তি বাছাই করতে জানেন, তারেক রহমানকে নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র চলছে তাই তার জন্য সুরক্ষিত গাড়ির ব্যবস্থা করা হয়েছে এতে দোষের কিছু নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগের পরিকল্পনা আছে নির্বাচনের প্রার্থীকে কিলিং করা।’

‎সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের গোয়াল পাড়া বাজারে নির্বাচনি গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে জোটের বিষয়ে রাশেদ খাঁন বলেন, ‘বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করবো।’

তিনি আরো বলেন, ‘বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা বিএনপির সঙ্গে এক হয়ে লড়াই করেছি। নির্বাচনে জোট গঠনের বিষয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আগেও আলাপ-আলোচনা হয়েছে।’

‘আমি আমার নির্বাচনি এলাকা ঝিনাইদহ-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা মাঠ পর্যায়ে নানাভাবে জরিপ করার চেষ্টা করছি যে, গণঅধিকার পরিষদের জনপ্রিয়তা কেমন হয়েছে। আমরা ভোটের মাঠের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করার চেষ্টা করছি।’

তিনি জানান, আমি তাদের বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। কারণ ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে তাহলে দেশ নিয়ে বড় ধরনের চক্রান্ত সৃষ্টি হবে। এবং আরেকটি ১/১১ সৃষ্টি হবে। বাংলাদেশে আওয়ামী লীগ আরেকটি ১/১১ ছাড়া ফিরতে পারবে না। তাই এদেশের জনগণ এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা সচেতন রয়েছি বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না। নির্বাচন বানচাল করতে আর কেউ পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের সেরা নির্বাচন।

এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।

এম বুরহান উদ্দীন/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর