Logo

সারাদেশ

শ্রীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬

শ্রীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হতাহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর গামী একটি পিকআপের সঙ্গে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মানসুরাবাদ মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজির এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক নারী যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকের সহকারী সামসুলকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারী যাত্রীর বিষয়টি এখনও নিশ্চিত নয়। আহতদের চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আতাউর রহমান সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর