Logo

সারাদেশ

বগুড়ায় ১৭ কোটি টাকার জাল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ২

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫

বগুড়ায় ১৭ কোটি টাকার জাল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে নকল ব্যান্ডরোল প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে র‍্যাব-১২ বড় ধরনের অভিযান চালিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পালশা চৌকিরপাড় এলাকায় অবস্থিত ‘রুহান প্রিন্টিং প্রেস’-এ অভিযান চালিয়ে ১৭ কোটি টাকা মূল্যের জাল ব্যান্ডরোলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে এ অভিযানে চক্রের মূলহোতা মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২) এবং রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২)-কে আটক করা হয়েছে।

ChatGPT said:

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে সিগারেটের ১৮ লাখ ৩৮ হাজার নকল ব্যান্ডরোল এবং বিপুল পরিমাণ সিগারেট প্যাকেট, লেভেল ও অন্যান্য সংশ্লিষ্ট উপকরণ।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি রুহান প্রিন্টিং প্রেস থেকে নকল ব্যান্ডরোল তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর