Logo

সারাদেশ

নাটোরে কৃষককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৬

নাটোরে কৃষককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুরে কৃষক সাইদুল ইসলামকে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামপুর মাদরাসা সংলগ্ন মেইন রাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাইদুল ইসলাম একজন সহজ-সরল ও সৎ মানুষ। পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়েছে এবং মাথায় হাতুড়ি দিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বক্তারা অভিযুক্ত আরিফ, রাশিদুল, সালায়েত, নজরুল, সলিমসহ সংশ্লিষ্ট সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর