Logo

সারাদেশ

পাহাড়ে শীতের আগমনে গরম কাপড় কেনার ধুম

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪

পাহাড়ে শীতের আগমনে গরম কাপড় কেনার ধুম

ছবি : বাংলাদেশের খবর

পাহাড়ি জনপদ বান্দরবানে শীতের আগমন শুরু হতেই জমে উঠেছে শীতবস্ত্রের বাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা, মগ বাজার, বার্জিম মার্কেট, ট্রাফিক মোড়, বালাঘাটা ও অন্যান্য এলাকা এবং ফুটপাথগুলোতে কাপড়ের দোকানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতাদের উপস্থিতি কয়েকগুণ বৃদ্ধি পায়।

গরম পোশাকের দোকানগুলোতে সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি, গ্লাভস ও কম্বলের চাহিদা এখন তুঙ্গে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর শীতের আগমন স্বাভাবিকের তুলনায় কিছুটা তীব্র হওয়ায় বিক্রি ভালো হচ্ছে। ক্রেতারা বেশি খুঁজছেন সাশ্রয়ী দামের শীতবস্ত্র। ফলে পুরোনো পোশাকের দোকানগুলোতেও ভিড় বাড়ছে।

বান্দরবান কেন্দ্রীয় মসজিদের পাশে বসা পুরাতন কাপড়ের দোকানদার মো. শহিদ জানান, ‘গত দুই সপ্তাহ ধরে বিক্রি ভালো যাচ্ছে। প্রতিদিনই নতুন মাল আনতে হচ্ছে। শীতের শুরুতেই বেচা-কেনা ভালো হচ্ছে। সব শ্রেণীর মানুষ আমার দোকানে কাপড় কিনতে ভিড় করছেন। সামনের দিনগুলোতে বিক্রি আরও ভালো হবে।’

অন্যদিকে ক্রেতারা অভিযোগ করেন, কিছু দোকানে দাম কম রাখলেও অনেক দোকান দাম বাড়িয়ে রেখেছে। বিশেষ করে মানসম্মত জ্যাকেট ও কম্বলের দাম কদিন আগে ১০-১৫ শতাংশ বেড়েছে। তাই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারা দামের সঙ্গে মিল রেখে পোশাক বাছাই করছেন।

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সনাতন মণ্ডল জানান, পাহাড়ি এলাকায় সামনের দিনগুলোতে শীতের মাত্রা আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ‘পাহাড়ি এলাকা ও মানুষের ঘনত্ব কম হওয়ায় সমতলের তুলনায় শীতের তীব্রতা বেশি। তবে এখনো শৈত্যপ্রবাহের কোন আশঙ্কা নেই।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর