Logo

সারাদেশ

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুর রহমানকে স্থায়ী বহিষ্কার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুর রহমানকে স্থায়ী বহিষ্কার

ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্টা ও কলাপাড়ার সাবেক সভাপতি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এক সংবাদ সম্মেলনে জেলা সভাপতি হাবিবুর মোঃ সেলিম মিয়া লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে জেলা সভাপতি উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের স্বার্থবিরোধী কাজের কারণে মোহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাইন) এর নির্দেশে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের হাতপাখার প্রার্থী থেকে তার পরিবর্তে মাওলানা আলহাজ্ব আবুল হাসান বুখারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলার সেক্রেটারি মাস্টার আব্দুল হাকিম, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, জয়েন সেক্রেটারি সহ আরও অনেক নেতা।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান তার পটুয়াখালী-১ আসনের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন তা এখনও নিশ্চিত করেননি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রার্থীতা প্রত্যাহারের মাধ্যমে পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

জাকারিয়া জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর