ছবি : বাংলাদেশের খবর
ফেনী শহরে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এরপর বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।
আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবুল খায়ের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবির হোসেন।
আইডিইবি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আরিফ জাহানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কুমিল্লা অঞ্চল প্রকৌশলী মো. এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ ফজলুল হক, প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমাম উদ্দিন এবং আইডিইবি ফেনী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার নজরুল ইসলাম।
এ সময় আইডিইবি ফেনী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্যরা এবং বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

