নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ শপথ : জেলা-উপজেলায় রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ পুরস্কার বিতরণ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
ছবি : বাংলাদেশের খবর
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অমর চেতনা ও সংগ্রামী স্পৃহাকে স্বরণ করে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অঙ্গীকারে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যের আলোকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মানববন্ধন এবং সম্মাননা অনুষ্ঠান।
বিশেষত এবারের আয়োজনে অন্যতম উজ্জ্বল দিক ছিল দেশের বিভিন্ন প্রান্তে অসামান্য অগ্রগতি ও সংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনের অগ্রভাগে থাকা নারীদের ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান।
চাঁদপুর থেকে শুরু করে খাগড়াছড়ি, লালমনিরহাট থেকে ফরিদপুর, মানিকগঞ্জ থেকে পঞ্চগড় পর্যন্ত—অর্থনৈতিক সাফল্য, শিক্ষা, সফল জননী, নির্যাতন জয় কিংবা সমাজ উন্নয়নের মতো নানা ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখা নারীদের এই পুরস্কারের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়া হয়েছে।
আলোচনায় নারীর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়ন এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কীভাবে পালিত হলো এই তাৎপর্যপূর্ণ দিবসের কর্মসূচি। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
চাঁদপুর : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁদপুর জেলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তৃতায় নারীকে চাঁদের সাথে তুলনা করে বলেন, নারীরা নীরব থেকেও সমাজকে আলোকিত করে। তিনি চাঁদপুরের নারীদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও প্রযুক্তি খাতে অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করেন এবং ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর জোর দেন।
অনুষ্ঠানে চারটি বিভাগে অর্থনৈতিক, শিক্ষা, সফল জননী ও নির্যাতনজয়ী ক্যাটাগরিতে যথাক্রমে তানজিনা হক, রোমানা পাপড়ি, রাবেয়া আক্তার ও বিলকিস আক্তারকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়।
খাগড়াছড়ি : ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” স্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে টাউন হল মিলনায়তনে ‘আমিই রোকেয়া’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা ও চাকরি, অর্থনৈতিক সাফল্য এবং সফল জননী—এই তিন ক্যাটাগরিতে যথাক্রমে রুপা মল্লিক রুপু, ফাতেমা খাতুন ও শান্তি প্রভা চাকমাকে ‘অদম্য নারী সম্মাননা’ স্মারক ও সনদ প্রদান করা হয়।
বক্তারা রোকেয়ার জীবনাদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে নারী নির্যাতন বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
লালমনিরহাট : জেলার কালীগঞ্জ উপজেলায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয় যা উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নারী নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে অর্থনৈতিক সাফল্য, সফল জননী এবং নির্যাতনজয়ী—এই তিন ক্যাটাগরিতে যথাক্রমে মনিরা সুলতানা, ভারতি রানী রায় ও মোছাঃ রোকেয়া বেগমকে ‘অদম্য নারী’ নির্বাচিত করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উত্তরীয় তুলে দেওয়া হয়।
শ্রীপুর (গাজীপুর) : ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘ক্ষণিকা’তে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ তার বক্তব্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
তিনি বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারী শিক্ষা, কর্মসংস্থান ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৫’ উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ অন্যান্য বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়ার দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সফল পাঁচজন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান।
অর্থনৈতিক সাফল্য, সফল জননী, নির্যাতনজয়ী, সমাজ উন্নয়ন এবং শিক্ষা ও চাকরিতে সাফল্য—এই পাঁচ ক্যাটাগরিতে মোট পাঁচজন নারী পুরস্কৃত হন।
আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তিনজন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কর্ম তুলে ধরা হয়। আলোচনা শেষে তিন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। ‘সফল জননী নারী’ হিসেবে রওশন আরা বেগম, ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী’ হিসেবে মোসা. স্বপ্না বেগম এবং ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে নতুন জীবন শুরুকারী’ হিসেবে তাহমিনা ‘অদম্য নারী সম্মাননা’ পদক লাভ করেন।
শিবালয় (মানিকগঞ্জ) : ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শিবালয় উপজেলায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারসহ অন্যান্য বক্তারা নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সফল জননী, নির্যাতনজয়ী, সমাজ উন্নয়ন, অর্থনৈতিক সাফল্য এবং শিক্ষা ও চাকরিতে সাফল্য—এই পাঁচটি ক্যাটাগরিতে মোট পাঁচজন ‘অদম্য নারী’ নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ, যিনি ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বেগম রোকেয়ার আদর্শ ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব ব্যাখ্যা করেন। এছাড়াও শিক্ষা ও চাকরিতে সফল শাহরিয়ার সুলতানা, নির্যাতনজয়ী আক্তার পারভিন এবং সমাজ উন্নয়নকর্মী জোবায়দাকেও উপজেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়।
পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমাজ উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য শাহানা পারভীনকে উপজেলার ‘সর্বশ্রেষ্ঠ অদম্য নারী’ নির্বাচিত করে সম্মাননা সনদ প্রদান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী তার হাতে সম্মাননা তুলে দেন। বক্তারা শাহানা পারভীনের পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা তৈরির কাজকে উচ্চ প্রশংসা করেন। সংবর্ধিত নারী তার সংগ্রামের গল্প শোনান এবং অন্যান্য নারীদের অনুপ্রাণিত করেন।
পঞ্চগড় : ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী নির্যাতন রোধ ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অদম্য নারী’ ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা নাহিদা সুলতানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নাহিদা সুলতানা বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে ‘ইয়াম্মি বারবিকিউ এন্ড বিরিয়ানি হাউজ’ প্রতিষ্ঠা করে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
এআরএস

