Logo

সারাদেশ

দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় ঐক্যের ডাক

পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবস পালন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০

দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় ঐক্যের ডাক

ছবি : বাংলাদেশের খবর

দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাবদেহিমূলক সমাজ গঠনে তারুণ্যের শক্তি অবলম্বনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নোয়াখালী, গোপালগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, বান্দরবানের লামা থেকে ভোলার লালমোহন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক মানববন্ধন ও গঠনমূলক আলোচনা সভা।

প্রশাসনের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা একযোগে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেন এবং তরুণ প্রজন্মকে এই আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ডাক দেন। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

নোয়াখালী : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পতাকা উত্তোলন ও মানববন্ধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গোপালগঞ্জ : একই প্রতিপাদ্য নিয়ে জেলায় দিবসের কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে শুরু হয়ে কর্মসূচিতে মানববন্ধন ও আলোচনা সভা অন্তর্ভুক্ত ছিল। বক্তারা দুর্নীতি নির্মূলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও নীতিবান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

জামালপুর : ‘দুর্নীতির বিরুদ্ধে যুবশক্তির সঙ্গে একত্রিত হওয়া, আগামীকালের সততাকে রূপ দেওয়া’ প্রতিপাদ্যে জামালপুরে শোভাযাত্রা, মানববন্ধন ও বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। স্থানীয় উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের শক্তিকে দুর্নীতি প্রতিরোধের মূল হাতিয়ার হিসেবে দেখেন।

গাইবান্ধা : জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাকের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। পতাকা উত্তোলন, র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাহসহ বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

শ্রীপুর (গাজীপুর) : উপজেলা প্রশাসন ও দুদকের সমন্বিত কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ তরুণ প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। বক্তারা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিক মূল্যবোধের চর্চা শুরু করার তাগিদ দেন।

ধামরাই (ঢাকা) : উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রশাসনের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

গৌরনদী (বরিশাল) : দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ইউএনও মো. ইব্রাহীমের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে শপথবাক্য পাঠ করা হয়।

লামা (বান্দরবান) : উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ইউএনও মো. মঈন উদ্দিন দুর্নীতিকে উন্নয়নের প্রধান বাধা আখ্যায়িত করেন এবং তরুণ প্রজন্মকে ‘শুদ্ধতা’র রূপকার হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করেন। তিনি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

লালমোহন (ভোলা) : উপজেলা প্রশাসনের আয়োজনে পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। সভায় বক্তারা দুর্নীতিকে একটি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি প্রতিরোধে নৈতিক মূল্যবোধের চর্চা, জবাবদিহিতা এবং তারুণ্যের নেতৃত্বের আহ্বান জানানো হয়।

এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন দুর্নীতি দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর