Logo

সারাদেশ

রোকেয়া দিবস উপলক্ষে পায়রাবন্দে জমজমাট মেলা শুরু

Icon

রাখিবুল হাসান, মিঠাপুকুর (রংপুর)

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭

রোকেয়া দিবস উপলক্ষে পায়রাবন্দে জমজমাট মেলা শুরু

ছবি : বাংলাদেশের খবর

উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে তিন দিনব্যাপী মেলা ও বিভিন্ন অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়। মেলা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বেগম রোকেয়ার অবদান, নারী শিক্ষার প্রসারে তার সংগ্রাম ও রোকেয়ার চিন্তাধারার আধুনিক প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। নারী শিক্ষা, নারীর অধিকার, লিঙ্গসমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উপলক্ষে বিভিন্ন সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। সে সময় মুসলিম সমাজে নারীশিক্ষাকে ভালো চোখে দেখা হতো না। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের অগোচরে বড় ভাইয়ের কাছে বাংলা, উর্দু, আরবি ও ফারসি শিখেছিলেন তিনি। পরবর্তীতে ভাগলপুরের প্রগতিশীল ব্যক্তি সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

স্বামীর উৎসাহে তিনি নারীশিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা রাখেন এবং সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে ‘মতিচূর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘পদ্মরাগ’, ‘অবরোধবাসিনী’ ও ‘জাগো গো ভগিনী’।

২০০৪ সালে বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় তিনি ষষ্ঠ স্থান লাভ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন এই মহীয়সী নারী। ১৯৭৪ সাল থেকে পায়রাবন্দে স্থানীয়ভাবে রোকেয়া দিবস পালিত হয়ে আসছে। ১৯৯৪ সাল থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহৎ আকারে দিবসটি উদযাপন শুরু হয়। বর্তমানে সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর